নববর্ষ

লেখক : ইচ্ছেমৃত্যু

অন্ধকার থেকে অন্ধকারতরের দিকে যাচ্ছি
অন্ধকারতমতা আমাদের গন্তব্য।
তবু কিছু মানুষ স্বপ্ন দ্যাখে –
নতুন শুরুর কথা কয়…;  কোরাসে।

কৃষ্ণগহ্বরে বিলীন হব আমরা –
হতেই হবে, সৃষ্টির নিয়ম মেনে;
অথচ তার বহু বহু বছর আগেই…
ক্ষমতার লোভ ও লোভের লড়াইয়ে
লালসার বিকার ও বিকৃত অপরাধে
নির্বিকারে সব মেনে নেওয়ার কারণে
পৌঁছে যাব কৃষ্ণগহ্বরে, দিনের আলো থাকতে থাকতেই!

শুধু বচ্ছরকার নতুন প্রভাতে, ঝালে ঝোলে অম্বলে,
বেনিয়ার কাছে মস্তক বিকিয়ে গেয়ে যাব গান –
আসছে স্বপ্নের দিন, হলে নিশা অবসান।


লেখক পরিচিতি : ইচ্ছেমৃত্যু
জন্ম বর্ধমানের বর্ধিষ্ণু গ্রামে। পেশায় নরম তারের কারিগর আর নেশায় - রীতিমত নেশাড়ু, কী যে নেই তাতে - টুকটাক পড়াশোনা, ইচ্ছে হলে লেখা - সে কবিতা, গল্প, রম্যরচনা, নিবন্ধ যা কিছু হতে পারে, ছবি তোলা, বাগান করা এবং ইত্যাদি। তবে সব পরিচয় এসে শেষ হয় সৃষ্টিতে - পাঠক যেভাবে চিনবেন চিনে নেবেন।

শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।