লেখক : কাশফিয়া নাহিয়ান
যেখান থেকে হয়নি কিছু পাওয়া
আর কখনও হবে না সেখানে যাওয়া।
নিঃস্ব হয়ে এলাম ফিরে
চলে আসতে হলো সব বন্ধন ছিঁড়ে
সেই জায়গা মুখরিত হবে না আমার কলতানে
তাল-লয়ের খোঁজ পাবে না আমার ঐক্যতানে
আর কাটাছেঁড়া হবে না আমায় নিয়ে
আমার জীবনকে আমাকেই নিয়ে যেতে হবে এগিয়ে
কত বার আমাকে করা হলো হেলাফেলা
কতবার আমাকে নিয়ে খেলা হলো কত রকম খেলা
কত বার আমার ধরা হলো খুঁত
কতবার আমাকে করা হলো নাস্তানাবুদ
এত কিছুর পর বুক কাঁপে দুরু দুরু
আবার সংগ্রাম নতুন করে করতে হবে শুরু
মন এখন থাকে আনমনা
আবার সবকিছুর করতে হবে সূচনা
সেটা ছিলো এক পাতা ফাঁদ
সৃষ্টিকর্তার রহমতে বের হয়ে এসেছি ভেঙে মেঘের বাঁধ
কতবার কতভাবে আমাকে করা হয়েছে তিরস্কার
আমার এই আমিটাকে করবো আমি আবিষ্কার
এক কারাগার থেকে পেয়েছি মুক্তি
আমিই আমার চালিকা শক্তি
আমার সাথে আছে মা বাবার দোয়া
আমি তো এক উজ্জ্বল নক্ষত্র যাকে দূর থেকে দেখা যায় কিন্তু যায় না ছোঁয়া।
লেখক পরিচিতি : কাশফিয়া নাহিয়ান
আমি কাশফিয়া নাহিয়ান। ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স। লেখালেখি আমার প্যাশন। সাহিত্য চর্চা করে নিজেকে শাণিত করতে চাই।