নরকের প্রান্তরে

লেখক : সিয়াম আকন্দ

নরকের দুয়ার থেকে চাইছি তোমাকে,
ভালোবাসি ভালোবাসি আমি,
যাও পাখি বলো তারে সে জেনো ভুলে না আমারে,
আমি চেয়েছি যাকে পাইনি তাকে,
হতাশার প্রান্তরে ছুঁইয়ে দিলো আমাকে,
আমি আজ মৃত, আমি আজ নরকবাসি,
মাঝে মাঝে হবে তো দেখা, মাঝে মাঝে পেতে চাই মনটা,
আজ দূরে তাতে কি, কল্পনার রাজ্যে আছো তুমি,
নরক থেকে চাইনি তোমায়, স্বর্গেও পেতে চাই তোমায়,
পথ চলি একা একা, শুধু অপেক্ষা,
স্বপ্নহীনা হয়ে রেখেছি যাকে, সে আজ কোথায় কোথায়!
স্বপ্নে এসেছি তোমার, কল্পনার রাজ্যে, নরকের ওপারে বসে আছি সজনীর জন্যে,
ফিরে এসো তুমি তুমি, ভালোবাসতে চাই আমি।

লেখক পরিচিতি : সিয়াম আকন্দ
সিয়াম আকন্দ (জম্ম: ১৫/০২/১৯৯৪, ময়মনসিংহ) একজন বাংলাদেশী ফেসবুক তারকা, গায়ক, লেখক, গল্পকার ও বইপ্রেমিক.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum