নারী

কবি: মাসকুরা খাতুন

ভেঙে পড়েছো আজ তুমি
অন্তর বাহির দিয়ে,
নিরব স্বরে মাটিতে মিশেছো
টুকরো টুকরো হয়ে,
কি ভুল করেছ তুমি
কিবা তোমার অপরাধ,
সমাজ বোবা হয়েছে তাই
নেই কোনো প্রতিবাদ,
জেগে ওঠো নারী তুমি
বাঘিনী রূপে
দাও থাবা এঁকে তুমি
শত্রুর বুকে,
এতকাল চুপ ছিলে
আজ আর নয়
গর্জে ওঠো নারী তুমি
তুমি শক্তিময়

লেখক পরিচিতি: মাসকুরা খাতুন
মাসকুরা খাতুন, বি.এ ইতিহাস বিভাগের ছাত্রী, প্রধান ভালোবাসার দুটি জিনিস হল পড়াশোনা ও লেখালেখি, জন্মস্থান- হুগলি জেলা

One comment

  1. অরিন্দম মৈত্র

    ভালো কবিতা। প্রত্যয়ী কলম। বর্তমান বিশ্বে অদ্ভুত এক পিছনে হাঁটার প্রবণতা সারা বিশ্ব জুড়েই। শিকার তার স্বভাবতই সবার আগেই নারী। সেই প্রতিবেশে এই ধরনের প্রত্যয়ী কবিতা আশা জাগায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন