লেখক : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
নজরুলের মর্যাদা, বুঝে সেই’জন
জ্ঞানের পরিসীমায়, আছে যেই’জন
শুধু কবি নহে, মানবিক, ভাবনায়
প্রেম বিরহের, সমাঞ্জম, উচ্চতায়
ভেদাভেদ ভুলিয়া, সাম্যের সেই গান
লিখেছেন নজরুল, বীরত্ব গাঁথা,প্রাণ
ধ্যানে জ্ঞানে, চেতনা, বিদ্রোহী সেই কবি
মানবিক উচ্চারণে, আছে যার ছবি।
অন্তরে লালিত, প্রভু ভীরু, যেই মন
নজরুলের মর্যাদা, বুঝে সেই’জন!
মহত্ত্বের বলিয়ান, কবিতায় ফোটে
জ্বালাময়ী অক্ষরে, স্ফুলিঙ্গ, জেগে ওঠে
নজরুলের গুরুত্ব, বুঝে সেই’জন
সততা আদর্শে, উজ্জীবিত যেই’জন।
লেখক পরিচিতি : মুহাম্মদ জে.এইচ (রপ্পি)
লেখক বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলায় পাকুন্দীয়া থানার হোসেন্দী গ্রামে ১৯৯৫ জন্মগ্রহন করেছেন। ২০১১ সালে এস.এস.সি ও ২০১৫ সালে কৃষিতে ডিল্পোমা করেছেন। বর্তমানে একটি ব্যবসায়িক কাজে জড়িত।
ভালো লাগলো।
Tnq