লেখক : আবদুল হক
নেশা না করেও মাতাল হলাম
তোমার প্রেমের নির্বাসনে দেবদাস
লুট হয়ে যাওয়া যাতনার দেখা পাইনা
বেদনার করুণ চাষবাস
কি আছে কি নেই কতটুকু কারই বা গেছে
এইসব হাপিত্যেশ আশাহত করেনা আর
মনের রোগ সেতো সারেনা
সহজে কোন ঔষধে
এত দহন জ্বলছে কোথায় নগর নীরব
একা হতে থাকে পুরোটা শহর
আকাশ ফেটে রোদের আর্তনাদ
মেঘের বিষাদ জমাট দীর্ঘশ্বাস
তোমার আকাশ প্রেমের বৃন্দাবন ।
লেখক পরিচিতি : আবদুল হক
জন্ম শান্তিনগর , ঢাকা। পেশা - বেসরকারি চাকুরি ।