নির্লিপ্ত

লেখক : রাফিয়া নূর পূর্বিতা

তাসের ঘরের মতো ভেঙে যায়
ছেঁড়া মস্তিষ্কের কগনিটিভিটি,
দলে দলে ছেড়ে যায় আপন
নাবালিকা পিঁপড়ের গতি !

আজও আমি স্তব্ধ
অপলক নিঃশব্দ,
অনাবিল আবরণে
নিঃশ্বাস সূর্যাস্ত!

নাতো লড়াই নাতো ভাঙন
নাতো গড়ার স্বপ্ন ,
নাতো আমায় নাতো তোমায়
কোথাও থাকার পদ্য !

আমি এক বিরাগী
নির্লিপ্ত, নিরাকাঙ্খী,
নির্জীব কোলাহলে
একাকী সঙ্গী ।

কোথাও কেউ নেই
আমি বন্ধনের ডাক শুনি,
প্রেমে পড়া যুবকের কাঁপতে থাকা হাতের উত্তেজনায়
সংসারের প্রতিধ্বনি !

কাছে বলি এসে
কানে কানে হেসে ,
ছেড়েছি তোমায় কবে
সন্ন্যাসের আহ্বানে !


লেখক পরিচিতি : রাফিয়া নূর পূর্বিতা
সামাজিক পরিচয়ের মাপকাঠি তো ঠুনকো।বৈষয়িক সংযোগ ছাড়া মনের সংযোগ খুব কম এতে।খোলা আকাশের নিচে মাটিতে বসে খেলতে আর ভাবতে থাকা এক শিশুতোষ সত্তা।এতটুকুই পরিচয়

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন