নির্মাণ

লেখক : সোনালী ঘোষ

আদরিনী বলে সপ্তমে চড়াও বাঁশী,
জান না, অধিক বিহ্বল হলে বৈরাগ্য ওঠে বেজে,
তখন বনে বনে ছায়া…
 
আমি বিলাসী পিঠে বেণী রাখি
চোখেতে যমুনা…অভিসার যদি নাই জান কিশোরী,
তোমারও রাই খসে যায়। বদনাম পায় শুধু নিশি।

এই নাও আমিষ, কলি কাটো রসে
দ‍্যাখ সৃষ্টি স্থিতি এইখানে ফোটে।



অন্ধ, এষণা শেষে খুঁত খোঁজে
অথর্ব প্রেমে,
না হয় শস‍্য টোপ ভাসিয়েছে ক্ষেত
তবু যে স্পর্শে ছিল ঐশী…
ঝরে যাওয়া স্বেদ কি কেবলই ক্লীব?
 
বেঁচে থাকলে ক্ষোভও পঙ্গু একদিন
যা অগোচর, শীতল তো হবেই, তখন আয়ু কমলে
এসব সনাতন মনে হয়।


লেখক পরিচিতি : সোনালী ঘোষ
বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। স্কুলজীবন থেকে লেখায় হাতেখড়ি। এরপর বিভিন্ন পত্র-পত্রিকাতে লেখা প্রকাশ হয়েছে।"দেবদারু রোড" নামে একটি পত্রিকা সম্পাদনাও করেন। তার প্রথম কবিতার বই "হে তথাগত"(যাপনচিত্র)এরপর ধারাপাতে সম্মোহন'(বান্ধবনগর) ও ছায়াপথে লঘুসংগীত (লিপি প্রকাশনী)দুটি কাব‍্য পুস্তিকা বের হয় । এরপর "হরিণগামী মেঘ"(হ‍্যালো টেস্টিং)পূর্ণ কাব‍্যগ্ৰন্থ এছাড়া ত্রিপুরা থেকে প্রকাশিত বই 'অতিথি নিবাস'। পেয়েছেন "হেমপ্রভা বন্দ‍্যোপাধ‍্যায় শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মাননা" এবং ২০২৩এ "ভেঙে দাও জন্মবীজ" কাব‍্য গ্ৰন্থের জন‍্য পেয়েছেন "সুবীর মন্ডল স্মৃতি পুরস্কার" ২০২৪এ পেয়েছেন 'রোদ্দুর সম্মান'

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।