লেখক : বিজুরিকা চক্রবর্তী
নিশ্চিন্ত দুই চোখে
নিশ্চিহ্নতার দীর্ঘ প্রত্যাশা,
হাল্কা হাসির প্রলেপে
সিক্ত দমকা কাশির সুর –
কর্কটরোগে চোবানো
টাকার হদিস বলে,
‘প্রশ্বাসে মিলায় বস্তু
অস্তিত্বে বহু দূর’…
লেখক পরিচিতি : বিজুরিকা চক্রবর্তী
বিজুরিকা চক্রবর্তী, কলকাতা দমদমের, বাসিন্দা। সেন্ট জেভিয়ার'স কলেজ থেকে স্নাতকোত্তর এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি ডিগ্ৰী পাওয়ার পর বর্তমানে এন.আর.এস মেডিক্যাল কলেজের এম.আর.ইউ ডিপার্টমেন্টে রিসার্চ-সায়েন্টিস্ট হিসেবে কর্মরত। কবিতা লেখা হঠাৎ করে খুঁজে পাওয়া এক জেদী, একরোখা, অবিচ্ছেদ্য বন্ধু, এখনও যে বন্ধু বেইমানি করেনি।
তুমি অপ্রতিরোধ্য। তোমার অনায়াস ,সরল লেখা আমার মতো স্বল্প জ্ঞানের মনে এক অদ্ভুত আনন্দ ভরিয়ে দিল।
ঈশ্বর তোমাকে আরো কৃতিত্বে ভরিয়ে তুলুক।
তোমার মঙ্গল হোক ।♥️