নিয়তি

লেখক : শারমিন শিলা রিয়া

জলে ভাসা এক কচুরিপানা।
ঠিকানাহীন এক ছন্নছাড়া!
বসে গায়ে জড়ায়
হতাশার চাদরখানা।
এ যেন নিয়তির নতুন খেলা।
কেন জানি পাই না স্বাধীনতা।
মুক্ত আকাশে ডানাহীন পাখি
মেলে না তার দু’চোখ জোড়া!
হয়তো পায় না বন্ধনজোড়া।
ভাগ্যের এ নতুন খেলা।
মিটল না তার সেই আশা।
যেটা তার মনে বেঁধেছিল বাসা!
হয়ত সব হয় না পূর্ণ!
নিয়তির খেলায় কিছু থেকে যায় অপূর্ণ!!!


লেখক পরিচিতি : শারমিন শিলা রিয়া
জন্ম সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলায়। লেখালেখি করতে ভালোবাসি।বৃক্ষ, কবিতা,বই পড়তে,ঘুরতে পছন্দ করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন