লেখক : রাজা সাহেব মুখার্জী
কেউ কি অপেক্ষা করে না কারও
তোমার মতই নদী?
তবুও কেউ তীরে ঘাস বুনে
একাকী নিরবধি!
ঢেউ খেলে যায় ঢেউয়ের পরে,
বুকের ভিতর ছলাৎ ,
ওই সরে যায় চেনা স্রোত
বিদায় অকস্মাৎ।
নদীর মত নরম মনের
গভীর আপনজন,
কে আর হয়? তাই তো –
তাকে খুবই প্রয়োজন।
রহস্য ঘেরা গতিপথে
নেয়নি সঙ্গী করে,
বানের সময় মিশব বলেই
এখনও বসে পাড়ে!
লেখক পরিচিতি : রাজা সাহেব মুখার্জী
কবি, অনুগল্প লেখক,ইংরেজির শিক্ষক।

