নৈঃশব্দের লিরিক

লেখক : নাহিয়ান অপু

ঘুম চোর পাখি নাইটিঙ্গেল চোখ জোড়া এলিয়ে,
প্রভাতের বিছানায় একবিংশ শতক ঘুমিয়েছে
আমি কবিত্বের দিব্যি দিয়ে বলতে পারি!
সন্দিহান পৃথিবীর মানচিত্রে কাঁটাতারের ইতিহাস,
জরাক্রান্ত ধরণীর দেহ খন্ডকচিত্রের পিরামিড।

অন্ধকারের স্তনের ভেতর, যোনির ভেতর
লালিত বসন্তের তিরস্কারে
পথ হারিয়ে গিয়েছে পথে।
কাঁচসূত্রের মুখাবয়ব জ্বলন্ত সিগারেট হাতে,
সময়ের ভগ্নপথ বিস্তৃতির হাইওয়ে
বেদনার আলপথ আঁকে।

রাঙা শ্রাবণের বিশুদ্ধ জল,
চৈতি হাওয়ার পাকস্থলী!
গিলে খাচ্ছে রোজ
সত্যের ছায়ায় অসত্যের অমরাবতী,
মেনে নিতে হয় তবু,
জীবন গিয়েছে চলে,
দাঁড়িয়ে অতীত হাতছানি দেয়।

তারুণ্যের মৃত্যুতে জেগে ওঠা সময়
সাদা ভাতের ভুখে যাওয়া
মুখ দেখে ক্ষুধার্ত ঘোর,
সুকঠিন ফুটপাতের সন্নিকটে
শুয়ে থাকা ফুলদল নমস্যে ডাকে।

কুড়িটি বছর আমি নিঃশব্দে কাটিয়েছি!
আশাহীন নৈঋতে রেস্তরাঁর মাংসে ঘ্রাণে
আমি বমিতে ভাসিয়েছি নর্দম ডাস্টবিনে
শুয়োরের হলি খেলায় নাচতে দেখেছি
বর্ণবাদের ধমনী।

আমার শ্রবণে আজ কেবলি বিষাদ
গিলে খাচ্ছি সময় জীবন গিলছে আমাকে,
স্রোতে গা ভাসিয়ে নিতে না জেনে
হারিয়েছি নির্মম একাকীত্বে।

মানুষের পৃথিবীর প্রত্যাখ্যানে-
ক্ষুদ্ধ হৃদয় পুঁতেছি বিস্তৃতির সমাধিতে!
আমাকে তুমি পাবে না কোনদিন,
আমি মরেছি শূণ্যতায়।

বিদ্রুপের আতশবাজি উৎসুক কামনার
আকাঙ্ক্ষা আমাকে ডুবিয়েছে ধাঁধায়,
আমি হারিয়েছি ত্রাসে, ঘুমে ও বিক্ষোভে!
আমাকে খুঁজো না বৃথা,
পাবে না পাবে না।


লেখক পরিচিতি : নাহিয়ান অপু
কবিতা লিখি ; বাংলায় লিখি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum