লেখক : মানব মন্ডল
একা একা একটা নৌকা
অনেকটা পথ ভেসে এসে,
ক্লান্ত বড়
কত স্রোত ভেঙ্গেছে সে।
তবুও হয়ে যায় ভয়ে জড়সড়।
আসলে ওই নৌকা যে বড় একা।
মেঘেরা জটলা করছে আকাশে
দেখে ভয়ে ভয়ে ভয়ে মরেছে সে।
ঐ একা নৌকা,
সে যে ভীষণ বোকা
মরচে পরেছে নদীটার বুকে
তবুও সে তাকে
শুধুই ভালবেসে
যেতে চায়না কোথাও ভেসে
তাকে ছেড়ে।
যদিও নদী খবর রাখে না তার।
নদী খবর রাখে শুধু মোহনার।
নৌকা বড় বোকা, অবুঝ প্রেমিকা
তাই তো সে এত একা।
লেখক পরিচিতি : মানব মন্ডল
প্রবাসী বাংঙলী। পেশায় সাফাই কর্মী। উল্লেখযোগ্য ব ই " পুতুল তৈরি গল্প কথা।