নূপুর হয়ে বাঁচতে চাই তোমার পায়ে সখী

লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী

নূপুর হয়ে বাঁচতে চাই তোমার পায়ে সখী।
আমার এ একেলা জীবনে সঙ্গী হও-
ধন্য কর তোমার ছোঁয়ায়, ও সখী।

দিবস রজনী মাতিয়ে রাখব তোমায় তুলে প্রেমের ধ্বনি
মাঝে মাঝে আলতা পড়ে রাঙিয়ো আমায় ওগো প্রাণের দেবী।

তোমার পায়ের সৌরভে ভরবে আমার দেহ মন
শুধু এইটুকুতেই সুখী আমি পূর্ণ আমার জীবন।

-১৬ই মে,২০২৩,সকাল ৯টা, বারুইপুর


লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
আমি অর্ঘ্যদীপ চক্রবর্তী। আমার জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে। বর্তমান নিবাস বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা, ভারত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum