লেখক : শিপন হোসাইন
তুমি এক বহুরূপী কন্যা
দুইটি ঋতুর প্রতীক;
এক হাতে তার শ্রাবণ মাখা
শাপলার গুচ্ছের মালিক।
তুমি এক অভিমানী শরতের কন্যা
নীলের আভা!
নীল শাড়িতে জ্বলে যেন
জোৎস্না চাঁদের আলো!
তার সাথে এক শরৎ মাখা
মন হয়ে যায় ভাল।
তুমি এক বিকেলের নীল আকাশ
অভিমানী মেঘের ছায়া;
হেসে ধুলে বাদল নামে
শেষ বিকেলের মায়া।
তুমি এক শরতের শিউলি ফুল
নিশীথ প্রহরে ধরা;
হেসে ধুলে পড়ে যে ফুল
আমার উঠোন ভরা।
তুমি এক শরতের মায়া-
ভাদ্র মাসে কালো মেঘে
দেখি তোমার ছায়া
তুমি এক অভিমানী শরতের কন্যা নীলিমা।
লেখক পরিচিতি : শিপন হোসাইন
লেখক পরিচিতি: নাম: শিপন হোসাইন গ্রাম: দামচাইল ডাকঘর: সাদেকপুর জেলা/থানা: ব্রাহ্মণবাড়িয়া সংক্ষিপ্ত পরিচিতি: সাহিত্যপ্রেমী, কবিতা ও সৃজনশীল লেখালিখিতে আগ্রহী।