অবহেলায় ডুবেছি

লেখক : কমলেশ কান্তি রায়

সেই যে অবহেলা আমাকে গ্রাস করল, তারপর কেউ আর আমাকে ভালবাসেনি।
ভালবাসার কথাও কেউ কোনদিন বলেনি।
“তোমাকে পছন্দ করি” এমন কথাটাও কারও মুখে কখনও শুনিনি।

মাঝখানে কেটে গিয়েছে অনেকগুলো বছর।
কেটে গিয়েছে কতগুলো বসন্ত, শীত ও হেমন্ত।

প্রিয় মানুষ হয়ে থেকে যাব কারও, এমন সৌভাগ্য আমার হয়নি কখনও,
নীরবেই কেটে গিয়েছে এতগুলো দিন,
জীবন প্রেমের গল্পবিহীন।

কিছু মানুষ প্রেমের কবিতা লেখে বটে, দুঃখবিলাসে, কষ্টের বেশে।
আসলেই কি তারা প্রেম করেছিল, কষ্ট পেয়েছিল শেষে?


লেখক পরিচিতি : কমলেশ কান্তি রায়
কমলেশ রায় , জন্ম স্থান দেবীগঞ্জ,পঞ্চগড় । লেখাপড়া - কারমাইকেল কলেজ রংপুর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

মাসিক দীপায়ন প্রতিযোগিতা

মাসিক দীপায়ন পুরস্কার pop up