অবসর

লেখক : সৌমেন পাল

প্রাণহীন নিঃসঙ্গ এক শহর যেন
থমকে থাকা নাভি:শ্বাস
ছাড়িয়াছে,আপন বেদনার পাহাড়সম
যার ভার, অতি কষ্টে সামলানোই ভার;
তবু কাটে নিঃসঙ্গে সময়;
তখন হয় না মনে সময় অপচয়,
শুধু কাটে ক্ষণ যেন অচলায়তন।

আশেপাশে যেন রুদ্ধ এক দ্বার
বন্ধ পড়িয়াছে যুগযুগ,
কব্জায় মরচে ধরা রক্তবর্ণ,
যেন নেই কোনো পরিত্রাতা,
তবু কাটে নিঃসঙ্গে অফুরন্ত সময়
শ্যাওলা ধরা ঘরের এক কোণে

জগৎ বড়ই বিচিত্র ,নিরাকার,
নেই খেই,নেই কিছু ধরতে পারার আগল;
শুধু আছে কেবল রিক্ত জর্জরিত
অসহিষ্ণুতা, মনের মধ্যে গ্রথিত।
মুক্তি নেই শান্তি নেই ,নেই কোনো বিশ্বাস
সিংহদ্বার খুলে আসে না কোনো আশ্বাস,
তবু কাটে সময় নিঃসঙ্গে একাকিত্বে
যেন অবসর শেষে মিলবে
দেখা, পরম এক শান্তির


লেখক পরিচিতি : সৌমেন পাল
আমি পেশায় একজন শিক্ষক , ভাবনার জগতে বিচরণ করে গুটিকতক কবিতা সংকলন করি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন