অবুঝ অতলে

লেখক : অর্পিতা পাল সাহা

আসলে কি বল তো কক্ষনও বুঝিসনি তুই,
যার নামে একদিন ভোরবেলায় মুঠো ভর্তি করে শিশির কুড়িয়েছিলিস,
তোর ব্যথার পাশে তো শুধু তাকেই লাগবে।
বৃষ্টির দিনে দক্ষিণের জানলা খুলে যার জন্য স্নিগ্ধ হয়েছিলিস,
দুপুরের মনখারাপে তো শুধু তারই দেওয়া উপশমটুকু চাই তোর।
ভালবাসা বড় অদ্ভুত জানিস তো,
তার যা চাই তার শুধু সেটাই চাই…
বাকি সবটুকুই তার কাছে অনর্থক, অবাঞ্ছিত।
তাকে অন্য উপাদানে ভরিয়ে হয়ত নিজেকে ফাঁকি দিয়ে যাবি আজীবন,
মনের অতলে যে ঝড়ের অভিসার তাকে ফাঁকি দিবি কিভাবে?
তাই যার আঁচলে সেদিন অভিমানের আঁচড় কেটে এসেছিলিস,
দুপুরে ভাতের থালা হাতে নিয়ে তো আজও সে শুধু তোকেই খোঁজে।
পাগল ছেলে কেন বুঝিস না,
তোরও যে শুধু তারই অপেক্ষা লাগবে।


লেখক পরিচিতি : অর্পিতা পাল সাহা
অর্পিতা পাল সাহা, কোচবিহারের মাটিতে জন্মগ্রহণ করেন ১৯৮৬ সালের ৫ই এপ্রিল। ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক হলেও তার হৃদয়ের আসল পাঠশালা কবিতার জগৎ। ছোটবেলা থেকেই শব্দকে সুরে বুনে তোলার এক অদম্য নেশা তাকে আজও পথ দেখায়। জীবনের সুখ-বেদনা, প্রকৃতির রূপ-রস-গন্ধ আর মানুষের অন্তর্যাত্রা তার কবিতার প্রধান উপাদান। কর্মজীবনে তিনি পি.ডব্লিউ.ডি দপ্তরে কম্পিউটার অপারেটর হলেও কলমের স্পর্শে তিনি হয়ে ওঠেন এক মুক্ত স্বপ্নের ভ্রমণকারী। সাহিত্য তার কাছে কেবল অভ্যাস নয়, বরং আত্মার আরাধনা - র

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।