অমানিশা

লেখক : সুপর্ণা মন্ডল

আঁধারঘন নিশীথ অনন্ত-
মনমাঝে প্রকাশে দোলাচল-
সাবধানে দেখেছি চেয়ে-
আভরণ বিহীন সেই তমসা;
বাধাহীন জ্ঞানালোক বলেছে তুমি আছো-
কাজলকালো রূপের আড়ালে-লুকিয়ে থেকে-
প্রকাশ পেয়েছে- তোমার পরিপূর্ণতা ।।

হাজার হাজার তারা তুমি-
বুকে করে রাখো আগলে-
তোমাকে বোঝা ব্যতীত;
যারা বলে তুমি কালো-
দৃষ্টি থেকেও অন্ধ হয়েছে সে-
মনশ্চক্ষু হয়নি যার বিকশিত ।।

তুমি সেই অমানিশা-
যার কাছে হাজার আলোকবিন্দু-
রূপ খুঁজে যায়;
ভীষণ কঠিন সেই-
অদৃশ্যের বেড়াজালে থেকেও-
পূর্ণশশী প্রকাশ পায় ।।

লেখক পরিচিতি : সুপর্ণা মন্ডল
আমি খুব সাধারণ মানুষ, মনের ছোটো ছোটো অনুভূতি আর অভিব্যক্তিগুলোই খাতার পাতায় ধরে রাখার চেষ্টা করি..ধূমকেতুর মতো ক্ষণিকের অনুভূতিদের ধরে রাখার জন্য "#ধূমকেতু (সুপর্ণা)" নামই বেছে নিয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন