লেখক : তনুশ্রী বাগ
জন্মের সুড়ঙ্গ বেয়ে নিচে নেমে এল মীন
তখনও অন্ধদৃশ্য, ঘনঘোর জলের প্রহার
সাধ এই, মৎস্যপুরীতে যাবে। ওইখানে
আলো আছে, বুকে দুধজমা হৃদয়
তাহার…
কে জানে? এই জন্মপ্রপাতের মানে?
কোন ঊর্ধ্ব, কোন নিচ? কোন দিক
ইশারার খনি? পঞ্চদেশে তটভূমি,
মানবের ঘরবাড়ি, অশ্বারোহী, সেনা
বোধি পাশে বসে বক, অপলক হরিৎছায়ায়
হাওয়া দেয়। ওড়ে বাক, মন্ত্র, ফেলে
যাওয়া ফড়িঙের ডানা
যে শরীর প্রবাহের, কোটরে নিল
বীজ, দৃশ্য, আজন্ম পিপাসা।
লেখক পরিচিতি : তনুশ্রী বাগ
জন্ম পূর্ব মেদিনীপুরের এক গ্রামে। যে গ্রামে সন্ধ্যা হলে জ্বলে ওঠে অজস্র জোনাকি, লেবুফুলের উঠানে খিলখিলিয়ে ওঠে সন্ধ্যামণিফুল, তিনি তার অনুবাদক মাত্র।
লেখালেখি কে খুব ভালো লেগেছিলো তাই একটি লেখা পাঠিয়েছিলাম কিন্তু আজও কিছু জানানো হোলো না।