অপেক্ষা

লেখক : লাম্মি খাতুন

নদীর ঘাটে পাঠশালা ফেরত ছেলের দল কি ডুবসাঁতার খেলে?
ওপারের হিজল তলায় বসে ছিপ ফেলে বসে থাকে কি
কলু বাড়ির ছােট ছেলেটি?
খেয়াঘাটে মাঝিবউ কি ভাত হাতে অপেক্ষা করে তার
দেবতার তরে?
গােধুলি লগনে জল তুলে ফেরে কি কৃষকের নববধূ?
কেমন আছে ওপাড়ার আধমরা সেই বৃদ্ধ?
আমি দেখিনি চারপাশ, তাকায়নি আকাশপানে।
হয়তাে শরতের আকাশ সাদা হয়ে উঠে গেছে উপরে।
কালাে কালাে মেঘমালা পাড়ি দিল দূরদেশে।
শিউলি ফোটে রাতে ঝরে যায় ভােরে!
আমি যাইনি কুমাের পাড়ার হাঁড়ি গড়ার কল দেখিতে।
আমি দেখিনি, খোঁজ রাখিনি,
এই নিরালায় বকুল তলায় নদীর ঘাটে বসে
আনমনে ভেবে যাই, আশার জাল বুনে যাই
কত স্বপ্ন কত গল্প কত কাব্য কত কবিতা তাতে!
চেয়ে আছি আমি এই নদী পানে।
যদি ফিরে আসাে তুমি কোন এক অমাবস্যার রাতে।
আমার হৃদয় খুঁজে নেবে তােমায় স্রোতের মাঝে।


লেখক পরিচিতি : লাম্মি খাতুন
লাম্মি খাতুন, এসএসসি পরীক্ষার্থী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum