লেখক : রাজীব চক্রবর্ত্তী
ওরা প্রাণপণে ভালবেসেছিল,
উত্তাপ নিয়েছিল বুক ভরে।
শরীরে শরীর মিলেছিল, শুধু
মেলেনি ঈশ্বর। তাই,
হিমঘরে বাসর পেতেছিল।
মেরুদন্ড খোঁজেনি মেরু,
ওরা আগুন হাতে
আঁধারে পথ হেঁটেছিল।
অন্ধ কুঠুরিতে একদিন,
তারা ভরা রাতে
মৃত্যু আলো জ্বেলেছিল।
বুকে নিয়ে গরম ভাতের ঘ্রাণ
ওরা সোঁদা মাটির বুকে ঢেলেছিল ঘাম,
নবান্নের গান শেষে পরশ্রমজীবি হাত
চিনে নেয় ফসলের দাম।
দু’কুলের মাটিই জলে ভেসে যায়,
স্রোতেরা বাঁধভাঙা হলে।
ওরা অভ্যেসে সয়ে যায় সব,
একদিন প্লাবন হবে বলে।
অলংকরণ: রাজীব চক্রবর্ত্তী
লেখকের কথা: রাজীব চক্রবর্ত্তী
জন্ম ১৯৭০ সালের ৩০শে ডিসেম্বর, কলকাতার সিঁথিতে। পেশায় কেন্দ্রীয় সরকারী কর্মচারী। দৈনন্দিনতার ক্লান্তি কাটাতেই মূলত: কলম ধরা। বেশ কয়েকটি লিট্ল ম্যাগাজিনে লিখেছেন গল্প, কবিতা। ২০১৭ সালে প্রকাশিত “সংশ্লেষ” নামক গদ্য সংকলনে স্থান পেয়েছে তাঁর মুক্তগদ্য। ঐ একই বছরে সোনারপুর কাব্যমঞ্চ আয়োজিত স্বরচিত কবিতা প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন তিনি। ২০১৯ সালে প্রকাশিত “অন্য গদ্য” গ্রন্থে স্থান পেয়েছে তাঁর গদ্য। জীবনের বিবিধ অনুভূতি, বাস্তবতাকে ছন্দে বাঁধার প্রয়াসে তাঁর কবিতাচর্চা।
বাহ, খুব ভালো!
খুব ভালো কবিতা
ভালো লাগলো।
Sudhu asadharon bolle kom hobe..karon protita kothai jiboner kotha…