লেখক : অর্ঘ্যদীপ চক্রবর্তী
ওরে মন আমার আজ নাচ তুই হরির গানে।
দেখবি তোর এ হৃদয় ভরবে শুধু নির্মলতার পূর্ণ প্রাণে।
ওরে মন আমার আজ ধর তুই রাধার নাম।
দেখবি তোর এ হৃদয়ে জাগছেন তিনি সেই মনোরম।
ওরে মন আমার আজ নাচ তুই রাধাকৃষ্ণ বলে।
দেখবি তোর এ হৃদয় থেকে ঘুচে যাবে সব দুঃখ ব্যথা,
থাকবে তোর এ তনু-মন কোন এক সীমাহীন প্রফুল্লতায় মেতে সেই নাম শুনে শুনে।
লেখক পরিচিতি : অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবি:- অর্ঘ্যদীপ চক্রবর্তী