লেখক : মুসা
পাতা ঝরা দিন চাক্ষুষ দেখা কয় জনের জোটে,
অনাবিল সেই আনন্দ ঢেউ নিজ কে ঠেকায়,
আম্র বনের ফুলে বিপ্লব দেখা শ্রেণী হলরেখা
কুড়ি বর্ধন তরুণ মুকুল উঠেছে রেখায়।
সরিষা বর্ণ ধূসর হয়েছে বুড়ো হয় ক্ষণস্থায়ী
বিদায় নিয়েছে কয়েক দিনেই সরিষার মাঠ দেখা,
কচি সন্তান ধানের গোছায় চেহারা দিয়েছে ভাসন
মনে হয় তার সবুজ আকাশ ফেলেছে পায়ের রেখা।
মেহগনি পাতা ঘরের দুয়ারে পাঠিয়েছে চিঠি
বিনা খামে চিঠি বাতাসের গায়ে লেখা ঝরার পলক,
গাছের শরীরে ফাল্গুন ডেকে নতুন পোশাক ওঠা
এক বছরের জন্য জড়িয়ে থাকার শরীর অলক।
দক্ষিণ বায়ু আগাম দিনের শুভেচ্ছা দিয়ে যায়
বৃষ্টি বাতাস আর তুফানের নকশা বানায় মনে,
সুখের দিবস পেরিয়ে প্রকৃতি আগামী দিনের কাছে
নতুন মুকুল ডাল পালা গজে মজবুত করা ক্ষণে।
লেখক পরিচিতি : মুসা
শশীভূষণ চরফ্যাশন ভোলা