সমাপ্তি

কবি: নির্মাল্য মণ্ডল

একটি পাখির ডাক ও ভোর

কোলাহলে দিনের পতন শুরু

দূরে শ্মশানে শব, নীরবতা
আগুনের চিৎকার ওড়ে
বিষণ্ণ তুলো আর মহাকালের আস্তানা

তোমার চোখের পাতায় ঘুম
কুহকের রোদ, জুঁইফুল

তবু পাখির ডাক — নদীর স্রোত
ক্ষয়ে যাওয়া প্রত্ন পাথর
মৃত জীবজগৎ আমাদের
জীবনেরও…

অবিরত পাখি ডাকে।


কবি পরিচিতি: নির্মাল্য মণ্ডল

নির্মাল্য মণ্ডলের জন্ম পূর্ব বর্ধমানের রাধানগর পাড়ায়, ১৯৯১ সালের জুলাই মাসে। প্রথম কবিতা প্রকাশিত হয় ‘বর্ধমান জাগরণী পত্রিকা’য় ২০১৩ সালের অক্টোবর-ডিসেম্বর সংখ্যায়। তারপর থেকে তিনি নিয়মিত সাহিত্য চর্চায় নিমগ্ন রয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum