পত্রলেখা – মেঘলাদিনে

লেখক : অর্ণব কুমার মন্ডল

আজি ঝিরিঝিরি ধারাপাত মেঘলা দিনে
আপনভোলা উদাস মন বাতায়ন পানে,
আঁখির সলিলে উথলিয়া ওঠে মানসপটের কথা
যুগযুগান্তর অপেক্ষা করুণ মর্মব্যথা।
মনের রাখাল বাজাইল বাঁশি করুণ সুর তার
ভালোবাসা মাখা স্বপ্নসকল মেঘবালিকার হার,
মেঘের ভেলায় ভেসে ভেসে – ভাবনা সকল ঘোরে
প্রজাপতি জাগায় আশা, তবু পাপড়ি পড়ে ঝরে।
বাদলাদিনে শীতল বাতাস উষ্ণতার খোঁজে
টাপুর টুপুর বৃষ্টিরাণী ফুলের প্রেমে মজে,
এলোচুলে দাঁড়িয়ে আছি বাহুখানি মেলিয়া
আসবে কখন – স্বপ্নে বিভোর – সদা রব চাহিয়া।
যাহা ছিল সব আপন – সকল আজি গেছে হারায়ে
আমার আকাশ মেঘ করেছে নিঃস্ব আমি দাঁড়ায়ে,
ঝড়ের পরে শান্ত আজি, এলোমেলো সব হয়েছে
নয়ন সলিল শুকায়ে গিয়াছে নীরব শোক রয়েছে।
জগৎভরা ভালবাসা – উপহারের ডালি
রিক্ত আমি, নিঃস্ব আমি, কাননশূন্য মালী,
আজি ঝিরিঝিরি ধারাপাত মেঘলা দিনে
আপনভোলা উদাস মন বাতায়ন পানে।


লেখক পরিচিতি : অর্ণব কুমার মন্ডল
জন্ম ১৮ই শ্রাবন ১৩৮৯ (৪ঠা আগস্ট ১৯৮২) কলকাতা, ভারত। শৈশব কেটেছে দমদম ক্যান্টনমেন্টের মাটিকোল অঞ্চলে। শিক্ষা কলকাতায়। শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। বর্তমানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। ছবি আঁকা আর লেখালেখি করার শখ। ইতিমধ্যে কিছু লেখা প্রকাশিত বিভিন্ন পত্রিকায়। অঞ্জলি প্রকাশনীর হাত ধরে পূর্ণদৈর্ঘ্যের অলৌকিক ও ডিটেকটিভ গল্পের সম্ভার নিয়ে "চক্রব্যূহ" ও সামাজিক উপন্যাস "স্বদেশ" প্রকাশিত হয়েছে।

4 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন