প্রেম সে তো প্রেম নয়

লেখক : রিঙ্কু চট্টোপাধ্যায়

চোখে রেখে চোখ, মনে যাকে ধরে,
সে তো শুধু ভাল লাগা,
কলি থেকে ফোটা ফুলের কাছে
অলির গান গাওয়া!
পাতার ওপর ঝুঁকে প’ড়ে ফুল
অথবা সূর্যের আদর-
আকাশের বুকে রবির আলো-
জড়িয়ে সুখের চাদর,
প্রেম নয়, নয় সে ভালবাসা-
তারা শুধু চায়, কাছাকাছি আসা!

কিন্তু যখন কোন এক তারা
খসে পড়ে যায় মাটির বুকে,
নিজেকে ঝরায়, একবার শুধু
চুমো দিতে চায় ধরিত্রীকে!

চাঁদ যেদিন মেঘের আড়ালে
লুকিয়ে রাখে তার সুন্দর মুখ-
একটি বার সে ঘন-বাদলে
পেতে চায় কোন স্বর্গীয় সুখ!

সাঁতার যে জানে না তার জন্য
বুকে জমা জল শুকিয়ে নদী
নিজেকেই দেয় শেষ করে-
ভালবাসা ভরা কোমল হৃদি!

মৎস্যজীবীর পেট ভরাতে
মীন, হীন হয়ে দেয় ধরা-
জালে পড়া মাছ জলে ফিরিয়ে
শূন্য খালুইয়ে জেলের ফেরা;
অনন্ত এ ভালবাসা দেখে
বিহ্বল হয় ছেলেটি তীরে,
জলে ডুবে সে যে মরতে চেয়েছে,
ভুলে গিয়ে যায় জীবনে ফিরে।
দূর থেকে দেখে প্রিয়তমা তার
ছুটে এসে গলা জড়িয়ে ধরে
এই তো সেই ভালবাসা,
সবাই তারে যে খুঁজে মরে!
এই তো সেই ভালবাসা,
যার আসন পাতা প্রতিটি ঘরে!


লেখক পরিচিতি : রিঙ্কু চট্টোপাধ্যায়
রিঙ্কু চট্টোপাধ্যায় পুরুলিয়ার এক সাধারণ পরিবারে জন্ম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন