প্রিয় ভালবাসা

লেখক : সিদরাতুল মুনতাহা অরনী

প্রিয় ভালোবাসা,
তোমার হাসিটা খুব মিষ্টি
যেমনটা আমি স্বপ্নে দেখেছি
আমি তোমার জন্য অপেক্ষা করে আছি
এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে।
প্রিয় ভালবাসা,
আমি এখানেই আছি
আমি এখন নিজের খেয়াল রাখতে শিখছি
যেন ভবিষ্যতে আমি তোমার খেয়াল রাখতে পারি।
ভালবাসা,
আমি এখন একা কিন্তু একাকী নই।
আমি অনেকবার ভুল মানুষকে চুম্বন করেছি
যেনো আমি সঠিক মানুষকে চুম্বন করা শিখতে পারি।
আমার হৃদয় অনেকবার ভেঙ্গেছে
যার কষ্টগুলো ছিলো সীমাহীন
কিন্তু আমি তার মধ্য থেকে পবিত্র ভালবাসা খুঁজেছি
যে ভালবাসা টা আমি তোমাকে দিতে চাই।
আমাদের কবে দেখা হবে?
আমাদের যেনো দেখা হয়
সঠিক সময়ে সঠিক স্থানে
এবং তখন যখন আমি তোমার যোগ্য হবো।


লেখক পরিচিতি : সিদরাতুল মুনতাহা অরনী
আরিশা আরমিন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন