প্রিয় দাদা

লেখক : সুমিত

প্রিয় দাদা আমার, জানাই তোমায় শ্রদ্ধা,
তোমার উপর কথা বলার নেই আমার স্পর্ধা।
রক্তের সম্পর্ক নেই, তবু ভাবি তোমায় দাদা,
নির্মল মনটা তোমার দুধের মতই সাদা।
পরাজয়কে জয় করা তুমি এক বীর,
যেমন সবার সেরা মিষ্টি হল ক্ষীর।
তোমায় আদর করে ডাকি আমরা তিতু,
তোমার পাশে চিরদিন বৌদিমণি রিতু।
জয়ের রাস্তা সরল করতে শিখিয়েছো তুমি,
তোমার শিক্ষা কোনদিন ভুলব না আমি।
যেমন তোমার কর্ম, তেমন তোমার জেদ,
তাই তো তোমার সাথে হয়নি কোন ছেদ।

কঠোর পরিশ্রমে যখন শরীর হয় কালো,
তার ফল হয় সর্বদাই ভাল।
তুমি তো ছিলে এর জলন্ত উদাহরণ,
চেষ্টা করেছিলে‌ যতক্ষণ হয়নি মরণ।

তুমি যতদিন ছিলে আমার পাশে,
মনে ছিল বিশ্বাস, ছিলাম জয়ের কাছে।
চাকরি করতে তুমি যাবে চলে দূরে,
পড়বে তোমার কথা মনে বারেবারে,
সুন্দর কত ভাই নতুন করে পাবে তুমি,
এক তুচ্ছ বন্ধু হয়েই থেকে যাব আমি।

আমার কবিতা আমার কথা হয়ে যাবে আগামীতে
প্রিয় দাদার অবদান থাকবে মনের গভীরেতে।

লেখক পরিচিতি : সুমিত
সুমিত

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন