লেখক : রতন চক্রবর্তী
নিরক্ষরের স্বরলিপি ফোটে কথার তালে বেতালে
জ্ঞানাঞ্জন শলকায় সে সব ধূসর পাণ্ডুলিপি
ব্যথাতুর জনের হৃদয়গাথা কাব্য কাহিনি
ছড়িয়ে ছিটিয়ে প্রান্তীয় দেশের সীমানা এড়িয়ে
ভিন্ন কোন স্বর্গীয় দেশের মহাকাব্যে
প্রক্ষিপ্ত অধ্যায় যোজনায় আকুলিবিকুলি শুধু।
স্থবির মৃত্যুর ডাক এড়াতে পলায়নপর সদা
নিকষকালো আঁধারে ফেরারি নাবিক
কম্পাস হারিয়ে জীবনের শেষ চিহ্নটুকু
খুঁজে ফেরে তরঙ্গের ঘাতপ্রতিঘাতে
নিঃশেষে জলাঞ্জলি দিয়ে প্রাণ অবশেষে
জলের অতলে বিলীয়মান দেবাত্মার শরণাগত।
জনতরঙ্গে মেশা অশ্রু-ঘাম-রক্তের ক্লেদ এড়িয়ে
সুখসন্ধানে স্বপ্নবিলাসীর এমন জীবনকথা
জনগাথা হবে না কখনও তবুও
জেনে রাখা ভাল এখনও অনেক বাকি ইতিহাস।
লেখক পরিচিতি : রতন চক্রবর্তী
অর্ধশতক সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকেছেন। দৈনিক, সাপ্তাহিক বিভিন্ন পত্র-পত্রিকায় চাকরির পাশাপাশি কাজ করেছেন বিদেশি দূতাবাসের কলকাতা তথ্য দপ্তরে। তথ্যচিত্র পরিচালনা করেছেন। লিখেছেন ছোট গল্প, নাটক চিত্রনাট্যও। মার্কসীয় দর্শনে বিশ্বাসী। জন রিডের টেন ডেজ দ্যাট স্যুক দ্য ওয়ার্ল্ড নামে রুশবিপ্লবের দশ দিনের কাহিনি নিয়ে বিশ্বখ্যাত রিপোর্টাজ গ্রন্থ অবলম্বন করে লিখেছেন নাটক অভ্যুত্থান যা ৭৪ জন কুশীলব নিয়ে অভিনীত হয়।