প্রস্থান

লেখক : শ্রাবণী চক্রবর্ত্তী দীপা

আমি চলে যাওয়ার পরেও
তোমার শহরে বসন্ত আসে।
আমি চলে গেছি বলে তোমার
হাতঘড়িটা বন্ধ হয়ে যায় না।
আমি চলে যাওয়ার পরেও
তুমি প্রতিদিন তোমার জগতে থাকো।
তোমার জগতে ফুল ফোটা
পাতা ঝরা একদিনও বন্ধ
হয়নি আমি চলে যাওয়ায়।
পাড়ার মোড়ে এখনও চা খাও।
রাজনীতি কিংবা প্রেম নিয়ে দীর্ঘ
আলাপ দাও, কিছু বদলায় নাহ।
আমি থাকা কিংবা না থাকার
সুতোটা এতটা ক্ষীণ
সময়ের বিবর্তনে তা আর বোঝাই যায় না।
পূজারীর শুচি-অশুচিতায় যেখানে
মন্দিরের পাথুরে দেবমূর্তির থাকা
নির্ভর করে, সেখানে আমার প্রস্থানে
তোমার অবস্থান থেকে তুমি
বিন্দুমাত্র বিচলিত হওনা।
জানি না কোনটা বেশি কঠিন ?
প্রস্থানের পরও নির্লিপ্ত থাকা নাকি
এই নির্লিপ্ততা মেনে নিয়ে প্রস্থান।
শুধু জানি আমার প্রস্থানে একটা ঝরাফুলও
তুমি উৎসর্গ করনি যে স্থানে।
সেই স্থানে আমি আর নেই, আমি কখনও ছিলাম নাহ।


লেখক পরিচিতি : শ্রাবণী চক্রবর্ত্তী দীপা
শিক্ষানবিশ আইনজীবী

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা জমা দিতে ছবিতে ক্লিক করুন