পূর্বাভাস

লেখক : সুরজিৎ সামন্ত

     ছিলনা কোনো আগাম সতর্কবার্তা
না ছিল কোনো বৃষ্টির পূর্বাভাস 
হঠাৎ এক ফাগুন শরীর জুড়ে
দমকা হাওয়ার চরম দীর্ঘশ্বাস।।
আঁধার করে বৃষ্টি এল নেমে, ঝরে জল,
বাজে রুদ্রনীলের রাগিনী সম্ভার
বোবা চিৎকারে ব্যর্থ নিলয় ভাঙ্গে,
মেনে নেয় নীরব প্রত্যাহার।
দুপুর জুড়ে সন্ধ্যার আবছায়া, 
শরীর জুড়ে শ্রাবনী মেঘের দল
চিত্ত এখন বিত্তের দেবদাসী 
ভাবনা জুড়ে মোমের দাবানল।।
ভাঙ্গে প্রার্থনা, বৃক্ষ চূড়ায় বসা
 মিত্র পাখির গান 
তবুও সে আশায় বুক বাঁধে
  ফিরবে আবার জীবনের কলতান।।


লেখক পরিচিতি : সুরজিৎ সামন্ত
ইংরেজি নিয়ে পড়াশোনা করলেও আদ্যপ্রান্ত একজন বাঙালি। নেশা তথ্য অন্বেষণ , মাঝে মধ্যে শব্দ নিয়ে কাটাকুটি খেলা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum