রাগ করেছি আমি

কবি :  কৌস্তভ দত্ত 

বাবা আজ কাজে যায় না অনেক দিন।
আমার আর ভাইয়ের স্কুলও বন্ধ অনেক দিন।
বাদাম গুলো আমি আর ভাই ভাগ করে খেয়েছি, 
ঝাল মটর গুলো আমি একা, খুব ঝাল তো তাই ভাই কে দিই নি ।
লজেন্স গুলোয় কিন্তু আমি একটুও ভাগ চাইনি ।
অনেক দিন বাবা কাজে বেরোয়নি, 
আমাদের ভাই বোনের খুব মজা, 
স্কুল বন্ধ, বাবাও ঘরে ।
মা টা খুব বোকা,
ঠাকুর ঘরে মাথা ঠুকে ঠুকে শুধু কেঁদে মরে,   
আর রাতে দীর্ঘশ্বাস ফেলে ।
অনেক দিন বাবা কাজে বেরোয়নি, 
কচুশাক সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি আজ।
ভাই খায়নি, বায়না ধরেছে –
মাছ দিয়ে ভাত খাবে সে ;
মাছ হয়নি বাড়িতে বহুদিন ।
অনেক দিন বাবা কাজে বেরোয়নি ।
কাশ ফুটেছে স্কুলের মাঠে, 
আকাশে সাদা মেঘ, 
পাল দাদু মাটি দিচ্ছে খড়ের উপর, 
পুজো পুজো আমেজ এসেছে।
জামা চেয়েছিলাম মার কাছে-
খুব জোরে লেগেছে মা, 
লাল হয়েগেছে আমার কচি গাল ।
রাগ করেছি, আর চাইবো না কোনোদিনও।
মা আসছে এবছর দোলায় চড়ে, ফল মড়ক।
বাবাকে ওরা নামিয়ে আনলো সিলিং ফ্যান থেকে, 
ভাই এর নতুন সাদা কাছা হল, মায়ের নতুন কাপড়, 
হোক না সাদা, তবুও নতুন তো –
আমার তাও হলোনা ।
রাগ করেছি, নতুন জামা চাইবোনা, 
পুরানো জামা গুলোই পড়ব এবছর।
মা নাকি হাতিতে চড়ে কৈলাশে ফিরবেন এবছর? 


লেখক পরিচিতি: কৌস্তভ দত্ত
১৯৯১ সালে জন্ম, মিত্র ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক, বোড়াল হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ। কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধীনস্থ নেতাজি নগর ডে কলেজ থেকে ভূগোলে স্নাতক, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ। পেশায় গৃহশিক্ষক। কলেজ জীবন থেকে কবিতা লেখা শুরু।

2 Comments

  1. অজ্ঞাতনামা কেউ একজন

    লেখাটা পড়ে সত্যি এই সমাজের কঠিন বাস্তব কে উপলব্ধি করতে পারলাম 🙂
    খুব সুন্দর হয়েছে লেখা টা ।
    আরও পড়ার জন্য আগ্রহী হয়ে রইলাম।।।।❤❤

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum