লেখক : প্রদীপ মুখোপাধ্যায়
রাত নিঝুম
প্রহরীরা নিশ্চুপ, নেই ঘুম।
আমাদের সাথে, পাহারাতে…
তাদেরই চোখ জাগে, সারারাতে।
অপলক দৃষ্টিতে,
বাঁশির ইশারাতে
শোনা যায়…
আমরা আছি,
জাগতে রহো… হুঁশিয়ার।
একসময়, পৃথিবী ঘুমিয়ে পরে,
তুমি রাতের সে নীরবতা দেখেছ কি?
নিশীথ প্রহরী জাগে।
লেখক পরিচিতি : প্রদীপ মুখোপাধ্যায়
প্রদীপ মুখোপাধ্যায়
ভালো কবিতা। বেশ ভালো