রক্তিম বসন্ত

লেখক : ইউসুফ জামিল

তুমি এসো এই বসন্তে..
দেখে যাও সমুদ্রের লোহিত বর্ণ,
যেখানে বহমান স্রোত ধারায়-
ক্রমাগত আগত এক বসন্ত।
তুমি এসো এই বসন্তে,
স্থূলতা শুধু বর্ণের বিবর্ণতায়
শব্দের মিছিল, জমকালো বিজলি
ভারি বাতাস আর বিশাল সমুদ্র-
আঁকে এক রক্তিম বসন্ত।

যখন সময়ের কান্না কেউ শুনে না
সময় বয়ে আনে এক অসময়
সভ্যতা বয়ে আনে অসভ্যতা,
যখন সভ্যতা গলা টিপে ধরে।
যে বসন্তে দুমড়ে গেছে শিশমহল
কোকিল নেমেছে সব রাস্তায়,
গড়ে উঠেছে কংক্রিটের বিশাল প্রাচীর
অসহায় আর্তনাদ ভাসছে রাস্তায়।

তুমি এসো এই বসন্তে
দেখে যাও অনাহারীর বিচরণ,
অনাচারের ভয়ানক বিস্তার
পাষাণের নির্মম আচরণ,
মহা প্রস্থানেও নেই নিস্তার
তুমি এসো এই বসন্তে।
সাথে নিয়ে এসো কিছু খাবার
পান করার পানীয় জল,
চেয়ে দেখো হাত পেতে আছে
ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এক ইতিহাস!
যেখানে মানবতা নেই মানুষে
অভিশাপ মিশ্রিত ফানুসে,
যেদিকে গিয়েছে উড়ে
ছড়িয়ে দিয়েছে দাবানল।

মানবতা তুমি এসো..
দিশাহীন মানুষের দিশা হয়ে
দেশহীন মানুষের কোন দেশে,
যেখানে কেবল নিকষ আঁধার
শকুনের থাবায় দৃশ্যমান দেয়ালের ক্ষত
বুলেটের তেজে মৃত স্বপ্ন,
বহমান লোহিত স্রোত ধারায়
ক্রমাগত আগত রক্তিম বসন্ত,
তুমি এসো এই বসন্তে..
তুমি এসো এই বসন্তে।


লেখক পরিচিতি : ইউসুফ জামিল
ইউসুফ জামিল (জন্ম: ডিসেম্বর ৩০, ১৯৯৭) একজন বাংলাদেশি লেখক ও কবি। তিনি ঢাকা বিভাগের অন্তর্গত গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম যৌথ কাব্যগ্রন্থ "বেলা অবেলার কথাকলি" ওপার বাংলা থেকে প্রকাশিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।