রেখে যাব কিছু অবশেষ

লেখক : সঞ্জিত রায়

নিবে আসে জীবনের আলো
তবু আশা হবে ভাল।
বিশ্বাস আছে মোর মনে
আলো জ্বালি। প্রতি ক্ষণে।
পাহাড় ডিঙোতে হবে পথে
তার পরে যাব রথে।
ভোরের সূর্য হবে লাল
রাত শেষে হবে সকাল।
ঝড়ে গাছ হয় নত।
আসুক ঝড় আসে কত।
করে রব শিরদাঁড়া সোজা,
চিরদিন সত্যকে খোঁজা।
থামব না শত বাধা এলে,
রয়ে যাব হেসে খেলে।
হয় হো’ক এ জীবন শেষ, 
রেখে যাব কিছু অবশেষ।


লেখক পরিচিতি : সঞ্জিত রায়
ছড়াকার ও কবি। সম্পাদক- আসানসোলের অনুভব। কার্যকরী সম্পাদক- কিশোর কোরক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন