রোদ ও মিরা

লেখক : আলী ইব্রাহিম

আমার কোনো আরম্ভ ছিল না
আমার কোনো দাঁড়ি কমা ছিল না
ঘুম থেকে উঠেই দেখেছি বিদীর্ণ ইতিহাস।
আমি বৃষ্টি দেখতে গিয়ে ঈশ্বরের খরা দেখেছি
আমি মিরাকে দেখতে গিয়ে সাপ দেখে আঁতকে উঠেছি;
কেউ আমায় ভালোবাসেনি।

আমার কোনো ঘরবাড়ি ছিল না
আমি মাছ হয়ে উড়েছি
আমি ইঁদুর হয়ে ঈশ্বরকে খুঁজেছি মিরাদের বারান্দায়।
আমি বিপন্ন হয়েছি
আমি আগুনে পুড়েছি
আমি অন্ধকারে ডুবেছি;
সেই থেকে ঈশ্বরের লাশ আজও নিখোঁজ!

আমি রাজ্য দেখতে গিয়ে মিরাদের গর্ত দেখেছি;
পৃথিবীতে বেঁচে থাকাটা এতটা সহজ নয়,
মিরার চোখের দিকে তাকিয়ে থাকাটা এতটা সহজ নয়।
সেই থেকে জলের আলিঙ্গনে বরফ হয়ে গেছি
আমি রোদ হতে গিয়ে মিরার ছায়া হয়েছি।


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহকারী সম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন