লেখক : ইন্দ্রনীল কাঞ্জিলাল
ফুলগাছে জল দাও রোজ?
ভেজা চুল আজো নেয় খোঁজ।
জানলায় রোদ পড়ে থাকে,
ওষ্ঠ কি ছোঁয়‘একলা’কে?
ব্যালকনি চিরে আসা আলো,
দুপুরের গায়ে পৌঁছালো।
স্মৃতি ক্রমে গড়ে তোলে কায়া,
বোঝা যায়? নাকি আবছায়া?
ওয়েবজিনের জন্য লেখা আহ্বান – শেষ দিন ২৫ মে
সববাংলায় লেখালিখি সাইটের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ ওয়েবজিনের জন্য অপ্রকাশিত লেখা ইমেল করুন। বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন ও নিয়ম মেনে লেখা পাঠান।
গল্পেরা আলো হয়ে ভাসে,
অবসরও এসে বসে পাশে।
ভালোবেসে মুছে দেয় ভুল,
মেঘ হয়ে জমে ভেজা চুল।
খুঁজে পেলে চেনা ঘরবাড়ি?
পাওয়া নয়,খোঁজা দরকারি।
বুঝে নাও এই সমতল।
ফুলগাছে রোজ দিও জল।
লেখক পরিচিতি : ইন্দ্রনীল কাঞ্জিলাল
পাঠক
শেয়ার করে বন্ধুদেরও পড়ার সুযোগ করে দিন
“পাওয়া নয়,খোঁজা দরকারি”-
যিনিই লিখেছেন ,তাঁর “চরণ ছুঁয়ে যাই”
লিখেছেন তো ইন্দ্রনীল কাঞ্জিলাল – সম্ভবত স্বনামেই… কিন্তু আপনি অপদার্থ কেন!
🙏🙏🙏🙏
খুব ভালো।
ধন্যবাদ।
ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।