রোগ

লেখক : চঞ্চল মারিক

মেনে নেওয়া আমাদের রোগ
তাই রোজ সব নিই মেনে
আপোষেই দাম বেঁধে রাখি
যাতে সহজেই সব লোকে কেনে।

একে একে মেনে নিই সব,
রাগ, ঘৃণা, বিদ্বেষ, ক্ষোভ
দেওয়ালেতে যদি ঠেকে যায় পিঠ,
তবু আপোষেই ইদানীং লোভ।

রক্তের তেজ কমে রোজ
ফিকে হয় জমে থাকা শোক,
চিৎকারও ছেড়ে যায় গলা,
নীরবতা ঢেকে রাখে রোখ।

আপোষে বিবেকে অবিরত যোগ,
মেনে নেওয়া আমাদের রোগ।


লেখক পরিচিতি : চঞ্চল মারিক
জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা উত্তর ২৪ পরগনার ইছাপুরের নবাবগঞ্জে। বাণিজ্যে স্নাতক। পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের কর্মী হলেও লেখালিখির উপর আগ্রহ সেই ছোটবেলা থেকেই। মূলতঃ গদ্যের প্রতি আকর্ষণ থাকলেও কখনও কখনও কবিতার হাত ধরে এগিয়েছে লেখালিখি।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।