রূপকথা

লেখক : ড. মিতালি

আমারও একজন মেঘবালিকা আছে, আছে মুঠি ভরা আমের কুশী।
তবুও ধূ-ধূ মাঠঘাট, বালুচরের কাশফুল, আমাকে দোলা দেয় না, তেমন।
হুস করে ভেসে আসা মেঘবালিকা,
সজনে ফুলের সাদা রং খুব ভালবাসে।
আমার প্রিয় নীল অপরাজিতা, ওর নেহাতই অপছন্দ!
সুনন্দ বলেছিল, আমাকে, মেঘবালিকার কথা
শহরতলীর ওপারে যে জলটুঙ্গি, সেটা ছাড়ালেই মেঘেদের বাড়ি।
বৃষ্টির কারুকাজ করা দরজায়, বাতাসের টোকা পেলে, জলপরীরা প্লাবিত হয়।
সন্ধ্যার আলো আঁধারিতে ফিসফিস করে, মেঘবালিকা বলেছিল, বোকা কাঠুরিয়ার গল্প।
মন কেমন করা চাঁদের আলোয়, বারে বারে পৌঁছতে চেয়েছি, নির্লোভ কাঠুরিয়ার বোকামিতে!

তারা খসা আকাশে গা এলিয়ে, মেঘবালিকা হাতছানি দেয়, আকাশ বাতাস মথিত করে।
দূর আকাশের অগ্নিবলাকারা, হয়ে ওঠে সিলুয়েট।


লেখক পরিচিতি : ড. মিতালি
ড. মিতালি চক্রবর্তী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

দীপায়ন ৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছবিতে ক্লিক করুন