সময় সারণী

লেখক : হীরক সেনগুপ্ত

এক আকাশের নিচেই তো বাঁধাঘর
এ দুয়ার ঐ প্রাঙ্গণ প্রান্তর
যতপথ আর রাস্তা বদল হোক
পথের ওপারে দৃশ্যকাব্যলোক

কোজাগরী ভোর শিশির সূর্যোদয়
কুমকুম ঊষা রঞ্জিত অন্বয়
তবু কিছু শ্রী জোনাকির ফুল ওড়ে
সতত শুধায়, আসবে কি আর ফিরে

এমনই শত বাণপ্রস্থের ডিঙি
মেহেন্দীহাত আলপনা কিঙ্কিনি
ভেঙে দেয় ঢেউ বিম্বিত দর্পণে
কর্পূরহাসি মন্দ্রিত আলাপনে


লেখক পরিচিতি : হীরক সেনগুপ্ত
শিক্ষকতা, বিভিন্ন ওয়েবম্যাগাজিনে লেখা প্রকাশিত।পরবাস,সপ্তডিঙা, চারনম্বর প্ল্যাটফর্ম, হিজবিজবিজবাংলা ,মাধুকরী ও অন্যান্য

5 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন