সাম্যবাদ

লেখক : রাজেন্দ্র দে

চকচকে পোশাকটাকে একটু বেশিই মাত্রা দিয়ে ফেলেছি
শারীরী ভাষার সাথে আভিজাত্যের দূরতিক্রম্য ব্যবধান।

ওপার থেকে বিদ্রুপের হাসি ছুঁড়ে দেয় পাট ভাঙা কিছু ব্লেজার
মূল্যবান গহনা মাপতে থাকে আপাদমস্তক
যত্ন করে লুকিয়ে রেখেছি হাতকরাতটা।

আকাশ ছোঁয়া মূল্যে কমে যায় সবজির ওজন হাঁড়িতে মরতে থাকে ভাতমাড়
আগত সাম্যের পদধ্বনিতে ফিকে হতে থাকে গণতন্ত্রের মেজাজি হাসি।


লেখক পরিচিতি : রাজেন্দ্র দে
আমি রাজেন্দ্র দে পিতা বলাই চন্দ্র দে মাতা পুষ্প দে। কলকাতার মানিক তলা থানা অন্তর্গত বাগমারীতে জন্ম। বাল্যকাল এবং পরবর্তী জীবন হাওড়া জেলার দেউল গ্রামেই বর্তমান।

One comment

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

রুচিশীল ও বিষয়ভিত্তিক আলোচনার জন্য ক্লিক করুন এখানে

sobbanglay forum