লেখক : আলী ইব্রাহিম
একবার এক জলপাখি এসেছিলো আমার বাগানে
গন্ধব ছড়িয়ে বলেছিলো, এই কবি! এখনও ঘুমোওনি!
কী আঁকো সন্ন্যাসী চোখে
কী লেখো উদাস মনে
এমন শীতের রাতে কেউ একাকী জেগে থাকে!
এসো জলসভ্যতায়। এসো এই উপত্যকায়।
বরফ আগুনে তীব্র খরস্রোত। ফড়িং আগুনপ্রিয়।
তোমার জন্য অপার সৌন্দর্য মুড়িয়ে রেখেছি
এসো। এসো। পর্দা তোলো। জল তোলো।
একবার এক জলপাখি এসেছিলো এই সংসারে
জল তুলে বলেছিলো, এই কবি! আমার মধ্যে অমর হও!
লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া, বাংলাদেশ।
খুব ভালো লিখেছেন।
অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ…
সুন্দর অনুভব!
ধন্য হলাম। ধন্যবাদ…