লেখক : মনোজ চ্যাটার্জী
স্বপ্নরা বিনা টিকিটে আসে শিয়ালদা লোকালে
অসহায় টিটিরা ছোটে এপাশ ওপাশ
অনেক অনেক পরে উত্তরপুরুষের হাতে
ছিঁড়ে যাবে গতানুগতিকতার নাগপাশ।
বিনিমাসি তোমার শাড়ির আ়চলে মুছে নেয়
নন্দিতা ঘাম, হামেশাই, স্বপ্নরা মুচকি হাসে
পোটোম্যাক টেমসের ভাসমান নৌকায় নয়
এথেন্স, টুলা, হলগিউন থেকে স্বপ্নরা আসে।
পেলিক্যানের ডানায় সাইবেরিয়ার হিমকণা নিয়ে
ঘামবিন্দু মিলে যায় প্রথম প্রেমের পরম আশ্লেষে
স্বপ্নরা ছড়িয়ে যায় নিঃশব্দে শিয়ালদার মাটি ছুঁয়ে
মহানগরীর কোণায় ফ্ল্যাটে ফ্ল্যাটে স্নিগ্ধতা আসে।
কিছু স্বপ্ন খুঁজে নেয় আনন্দপুরের ঝুপড়িমহল
দিগন্তে চাঁদের আলোয় নাচে কালো পিঁপড়েদল
ভাড়াঘরে ঘুরে যায় অনাবিল স্বপ্নিল কামিংসের ফ্রিকিক
অন্ধকারে ফিরে যায় মুসাফির রঙ্গিল স্বপ্নের ঝিকমিক।
লেখক পরিচিতি : মনোজ চ্যাটার্জী
মনোজ চ্যাটার্জী, বেসরকারি ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষাকর্মী