সেই মেয়েটি

লেখক : আলী ইব্রাহিম

তার পায়ের আওয়াজ পেয়েই এগিয়ে গেলাম
তার চোখে চোখ পড়তেই ভ্রষ্ট হলাম
তার চোখে চলতে গিয়ে সব হারালাম!
সেই মেয়েটি
হারিয়ে গেলো,
কষ্ট পেলাম!
সেই মেয়েকে
খুঁজতে গিয়ে
হৃদয় পুড়ে ক্লান্ত হলাম!
সেই মেয়েটি
সেই যে গেলো আর এলো না
খোঁজ নিলো না!
জ্বললো আগুন
পুড়লো ফাগুন
পুড়লাম আমি।
হঠাৎ একদিন সেই মেয়েটির ফোন এলো
চোখের জলে দুচোখে তার বান এলো
সেই জলেতে আমার দেহে প্রাণ এলো।
সেই মেয়েটির ছোট্ট একটা ঘর ছিলো
স্বামী ছিলো,
সন্তান ছিলো,
সেই মেয়েটির চোখে কি কোনো ভুল ছিলো!
সেই থেকে সেই মেয়েটিআর আসে না!
ফোন করে না!
ফোন করে না!
আমারও আর অমন করে মন পোড়ে না! মন পোড়ে না!


লেখক পরিচিতি : আলী ইব্রাহিম
সহসম্পাদক, দৈনিক করতোয়া, চকযাদু রোড, বগুড়া।

2 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন