লেখক : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়
আকাশের দিকে হাত বাড়িয়ে
কথা বলতে গেলে
ছন্দ আটকে যায় চোদ্দ অক্ষরে
থমকে যায় পর্ব।
শুধু থাকে – দিনলিপির কয়েকটা ছেঁড়া পাতা
পূর্বপুরুষরা যে স্বপ্ন রেখে গিয়েছেন
সেখানে ধুলো জমে,
সেই ধুলো সরানোও হয় না বহুদিন
তারপর একদিন আগ্নেয়গিরি জাগে
আমি অগ্রাহ্য করে হয়ে উঠে যাই
সেই আগুনের মাঝেই –
অঙ্কিত শেষ পদচিহ্নে…
লেখক পরিচিতি : সাধন কুমার বন্দ্যোপাধ্যায়
কবি পরিচিতি : সাধন কুমার বন্দ্যোপাধ্যায় কবির জন্ম কোচবিহারে। বড়ো হয়ে ওঠা মাঝের গ্রামে। সেখান থেকে নদিয়ার রানাঘাটে। উচ্চশিক্ষা পুরোটাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। কবি পেশায় ছিলেন একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক। কবির প্রতিষ্ঠিত সাহিত্য পত্রিকা – 'আমরা পদাতিক'।


অসাধারণ কথা গুলো
khubi bhalo kavita mone bharaey gachey.