লেখক : আনোয়ার হুসেন
সফলতার পেছনে ছুটিয়া, রাত-দিন করে একাকার,
কবিতা লিখিয়া মান কুড়াইবে কবি আনোয়ার।
ধরিলাম, সফল কবি!
দুনিয়াতে যশ, খ্যাতি, টাকার নাই অভাব।
কবি আজ সফল, সার্থক করিতেছেন অনুভব।
কিন্তু দিনশেষে দুনিয়া বড়ই স্বার্থপর,
খুবই আপন ঐ সাড়ে তিন হাত কবর।
রহিম, করিম — কতজন এসে এ ধরায়,
কিছু স্মৃতি রেখে পৃথিবীতে,
নিয়েছেন চিরবিদায়।
মানুষ বড়ই গাফিল! জীবদ্দশায় হয় না বোধোদয়,
ভোগ-বিলাস আর নতুন কাপড়ে হরেক রকম আয়োজন।
জীবন-প্রদীপ নিভে গেলে আপন হয় তিন টুকরা কাফন।
লেখক পরিচিতি : আনোয়ার হুসেন
মোঃআনোয়ার হুসেন