লেখক : পারমিতা পাল
চিন্তাশূন্য মন, ভর্তি অহংকার,
খুব সহজে আজ লাগে ভাল করতে তিরস্কার।
জীবন হয় ছোট, কর ভাল কাজ,
ভাল কর্মে স্বর্গ, খারাপ কর্মে করে নরকবাস।
কর সব কিছু ভাল সবে রাখ শুদ্ধ নিষ্ঠা,
বাকি ছাড় সব, এবার সময়ের অপেক্ষা।
লেখক পরিচিতি : পারমিতা পাল
পারোমিতার কবিতা ভান্ডার