লেখক : অজিত গাইন
কোডারমার নিভৃত জঙ্গলের মধ্যে পড়ে থাকা
একমানুষ লম্বা শিলাখণ্ডের
গুপ্ত সৌন্দর্যের নিবিড় আকর্ষণ
আজও আমায় ছিঁড়েখুঁড়ে খায়
হিটলারের মত।
বহুকাল অযত্নে পড়ে থাকা একখণ্ড পাথর শরীরে
এমন অদ্ভুত কামুকতা যে লুকিয়ে থাকতে পারে
তা আজও আমার কাছে স্বপ্নাতীত।
অখ্যাত কোন পাহাড়ী গ্রামের
এক আটপৌরে সাঁওতাল রমণীর
হুবহু চালচিত্রের আদল সেই একটুকরো পাথর।
নিকানো উঠোনের মত মসৃণ, সুপুষ্ট দেহ
কঠিন পাথরের অন্তরাত্মা থেকে
তিল তিল করে পরিপূর্ণতার আকাঙ্ক্ষী
এক প্রস্তর সুন্দরী –
তার সুঠাম, নিটোল ঈষদুষ্ণ উরু
দিঘির মত গভীর, টলটলে দুই চোখ
বর্ষার আলতো আদরে ভেজা
প্রথম কদম ফুলের মত সুডোল নিতম্ব
জানু প্রলম্বিত অগোছালো এলোমেলো ঘন চুলের ঢল
হৃদয় তছনছ করা সর্বনাশা কালবৈশাখী।
এতগুলো বছর অতিক্রান্ত হওয়ার পরেও
এখনও কোডারমার অসাড় জঙ্গলে আমি একা,
উবু হয়ে পড়ে থাকা পাথর শরীরে
একটু একটু করে খোদাই করে চলেছি –
বছরের পর বছর, যুগের পর যুগ
ছেনি হাতুড়ির অবাধ্য চুম্বনে
পরিপূর্ণ হয়ে উঠছে –
প্রথম এবং সর্বশেষ প্রেম,
কোডারমার নিস্তব্ধ নিবিড় জঙ্গলে
জন্ম জন্মান্তর ধরে।।
লেখক পরিচিতি : অজিত গাইন
বাড়ি দত্তপুকুর, ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কর্মরত