শ্রমিকসূর্য

লেখক : দালান জাহান

প্রতিটি মে’র স্তুতি খোদাই হয়ে থাকে
শ্রমখেকো কুত্তাদের প্রাসাদে-প্রাসাদে।

শ্রমিকের শোকে ফাটা আগুন রাগে
একদিন বিফকেস ভর্তি দুঃখরা
ফোঁটায় ফোঁটায় গলে পড়ে মৃত্যুর উপর।

শ্রেণিহীন রক্তঘামে চিরদিন সাঁতার কাটে
ঘণ্টা ও ঘামের জন্মছায়া
অন্ধ পৃথিবী চায় বুর্জোয়া অন্ধকার
রাষ্ট্রহীন রক্তমজুর
প্রতিদিন ঠেলে উঠায় শ্রমিকসূর্য।


লেখক পরিচিতি : দালান জাহান
একজন কবিতা কর্মী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to Top
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন। ধন্যবাদ।

লেখা আহ্বান - বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন

দীপায়ন